গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী কামরুন্নেসা আশরাফ।

রোববার (২১ মে) সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিমন্ত্রীর সহধর্মিণী কামরুন্নেসা আশরাফ স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

তিনি বলেন, গত ১৬ মে শারীরিক অসুস্থতার কারণে তিনি চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন।

এসএইচআর/কেএ