জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্ট। বুধবার (২৪ মে) দুপুর ২টা থেকে ১ মেগাওয়াট দিয়ে সরবরাহ শুরু হয়। ধাপে ধাপে দুপুর তিনটার দিকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হয়।

এসএস পাওয়ার প্ল্যান্টের উপপ্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল) প্রকৌশলী মো. ফয়জুর রহমান জানান, রাতে পিক আওয়ারে সর্বোচ্চ ২০০ মেগাওয়াট বিদ্যুৎ নেবে জাতীয় গ্রিড সঞ্চালন কর্তৃপক্ষ তথা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। যদিও ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে সক্ষম এসএস পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ১৪ জানুয়ারি জাতীয় গ্রিডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি।

জানা গেছে, বঙ্গোপসাগরের তীরে বাঁশখালীর গণ্ডামারায় ৬০৬ একর জমিতে গড়ে উঠছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র। ২০১৬ সালে বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সই হয়। পাশাপাশি বিদ্যুৎ কেনাবেচা সংক্রান্ত চুক্তিও সই হয়। ওই বছরই বিদ্যুৎকেন্দ্রের কাজ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।

প্রকল্পের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা হবে ১ হাজার ৩২০ মেগাওয়াট। এই প্রকল্পের ৭০ শতাংশের মালিকানা থাকছে এস আলম গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের। অবশিষ্ট ৩০ শতাংশের মধ্যে সেপকো ২০ শতাংশ ও চীনের আরেক প্রতিষ্ঠান এইচটিজি ১০ শতাংশের মালিক।

এমআর/এসএম