আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কার্যক্রম।

রোববার (২৮ মে) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, আগামীকাল (২৯ মে) থেকে ৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম উদ্বোধন করা হবে।

তিনি বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় গুলশান ২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কের রোড থেকে এ কার্যক্রম শুরু হবে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এই কর্মসূচির উদ্বোধন করবেন।

এদিকে আসন্ন বর্ষা মৌসুমে এডিসের বংশ বিস্তার নিয়ন্ত্রণে, মশক নিধন কার্যক্রমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও জাতীয় স্কাউট দল। মূলত তারা বাড়ি বাড়ি গিয়ে মশক নিধন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে। বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার ৪০০মিটার গ্রিডে ভাগ করে এই সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

এএসএস/এসকেডি