চট্টগ্রামে একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রর বিপরীত পাশের একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ভবনটি ঘিরে ফেলে পুলিশ।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা ধারণা করছি নির্মাণাধীন পরিত্যক্ত এ ভবনটিতে বিস্ফোরক রয়েছে। তাই ভবনটি ঘিরে রাখা হয়েছে। ভবনটিতে মানুষও থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর অভিযান চালানো হবে।
বিজ্ঞাপন
কেএম/এসএম
বিজ্ঞাপন