চট্টগ্রামে দুটি রাজ ধনেশ উদ্ধার, পাচারকারীর কারাদণ্ড
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেটে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাখি দুটি উদ্ধার করা।
এসময় এসব পাখি পাচারের অভিযোগে মো. মিজানুর রহমান (৪৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
দণ্ডপ্রাপ্ত মিজানুরের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। তার বাবার নাম ফজিয়ার রহমান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম রোববার রাতে গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় অবস্থান নেয়। রাত পৌনে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসটি থেকে দুটি রাজ ধনেশসহ একজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মিজানুর রহমান ও পাখি দুটিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালত অভিযুক্তকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে রাজ ধনেশ পাখি দুটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের আদেশ দেন।
এমআর/জেডএস