নিজেদের আওতাধীন মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন শীর্ষক প্রকল্পভুক্ত সেবা কাজ বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণসহ ভূমি উন্নয়ন শীর্ষক প্রকল্পভুক্ত সেবা কাজ বাস্তবায়নের জন্য পিপিআর বিধি ২০০৮ এর ৭ এবং ৮ (১) অনুযায়ী একটি কমিটি গঠন করে দপ্তর আদেশ জারি করেছেন।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, ৭ সদস্যের এই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, কমিটির সদস্য সচিব করা হয়েছে এই প্রকল্পের প্রকল্প পরিচালককে।

জানা গেছে, কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রতিনিধি, বুয়েটের এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এএসএস/ওএফ