চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার তৃতীয় লিঙ্গের একজনের বাসা থেকে চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসার মালিক শ্রাবন্তী হিজড়াসহ (৩৪) ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন- আমির হোসেন (৩৫), মো. জামাল (৫২), মিতু আক্তার কাজল (১৯) ও আবদুল জলিল (৫৫)।

বন্দর থানা পুলিশ জানায়, অভিযুক্ত শ্রাবন্তী হিজড়া শিশুদের চট্টগ্রাম নগরের রেলস্টেশন ও টাইগার পাস এলাকা থেকে লালন-পালনের কথা বলে নিয়ে আসতেন। পরবর্তীতে তাদের বন্দর থানার ইছাক ডিপো টোল প্লাজা সংলগ্ন বাইপাস রোডের পাশে শ্রাবন্তীর ভাসমান টিনের বাসায় আটকে রাখতেন। সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করা হতো। সোমবার গোপনে খবর পেয়ে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা ঢাকা পোস্টকে বলেন, অভিযানে উদ্ধার হওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ১৩ এবং বাকি ৩ জনের বয়স ১৪ বছর। এ ঘটনায় গ্রেপ্তার করা ৫ জন এবং পলাতক একজনসহ মোট ৬ জনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এমআর/এসকেডি