নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, গুলিবর্ষণ ঘটনার মূলহোতা মোশাররফ হোসেন ভূঁইয়াকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ মে) দিবাগত রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার মোশাররফ হোসেন ভূঁইয়া মোশা বাহিনীর প্রধান। শীর্ষ এই সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৪০টির অধিক মামলার আসামি।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, বৃহস্পতিবার (১ জুন) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এমএ