রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অঞ্জনা আক্তার (১৮) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) ৯৯৯-এ খবর পেয়ে ওই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ।

অঞ্জনার বরাত দিয়ে ভাটারা থানা পুলিশ জানায়, শিশু বয়সে ভৈরব থেকে শখের বসে ট্রেনে ওঠেছিল অঞ্জনা। ভেবেছিল ট্রেন ঘুরে এসে এখানেই তাকে নামিয়ে দেবে কিন্তু হয়েছিল তার উল্টোটা। ট্রেনটি তাকে নিয়ে যায় ঢাকার কমলাপুর রেলস্টেশনে। ট্রেন থেকে নেমে সে মন খারাপ করে স্টেশনেই বসেছিল। অপরিচিত একজন তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শর্মী নামের নারীর কাছে বিক্রি করে দেয়। এরপর সেই নারীর রান্না ঘরেই সাত বছর কেটে গেছে অঞ্জনার।

পুলিশ আরও জানায়, আমরা জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের একটি বাসা থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করি। প্রথমে পুলিশ যাওয়ার পর ওই গৃহকর্ত্রী তার বাসায় কোন কাজের মেয়ে নেই বলে আমাদের জানিয়েছিলেন। অবশেষে আমরা ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। ওই মেয়েটিকে রান্না ঘরে রেখে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নির্যাতন করা হত। মেয়েটির শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়েছে। আমরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাধ্যমে তাকে উদ্ধার করতে সক্ষম হই।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, অঞ্জনা আক্তার বর্তমানে ভাটারা থানা পুলিশের হেফাজতে আছে। আমরা তার পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তারা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে থানায় এসেছে।

তিনি আরও জানান, অঞ্জনা যে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

এসএএ/এমজে