ছয় দফা দাবিতে প্রতিবন্ধী চালকদের গাবতলী সড়ক অবরোধ
ফাইল ছবি
রাজধানীর গাবতলী-আমিন বাজার সড়ক অবরোধ করে ছয় দফা দাবি উত্থাপন ও তা বাস্তবায়নের দাবি তুলেছেন প্রতিবন্ধী চালকরা।
বৃহস্পতিবার (১ জুন) বেলা পৌনে ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলা অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় সড়কে। অবরোধে অংশ নেওয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা সবাই প্রতিবন্ধী।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ব্যানারে গাবতলীর পর্বত এলাকার সড়কে জড়ো হন প্রতিবন্ধী ব্যক্তিরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে তারা সরে গেলে যান চলাচল শুরু হয়।
অবরোধে অংশ নিয়ে প্রতিবন্ধী চালকরা বলেন, ভিক্ষায় নয়, কাজ করেই বাঁচতে চাই। সেজন্য আমরা ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। নানা সময় বাধা পাচ্ছি, সড়কে পুলিশ ঝামেলা ও হয়রানি করছে। যে কারণে বাধ্য হয়ে ছয় দফা দাবি নিয়ে সড়ক অবরোধে নেমেছি।
বিজ্ঞাপন
এব্যাপারে জানতে যোগাযোগ করা হলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় তারা নির্বিঘ্নে চলতে যান, হয়রানি, ঝামেলামুক্তিসহ ছয় দফা দাবি তাদের। আমরা তাদের বক্তব্য শুনেছি। তাদের দাবি-দাওয়ার কথা সংশ্লিষ্টদের জানিয়ে সমাধান করার আশ্বাসে পরিস্থিতি সামাল দিয়েছি। অবরোধের কারণে যানজট তৈরি হয়েছিল। অনেক বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।
জেইউ/জেডএস