শহীদদের সম্মানে চারা রোপন করলেন নরেন্দ্র মোদি
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে অর্জুন গাছের একটি চারা রোপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে বিষয়টি জানানো হয়েছে।
টুইটে লেখা হয়েছে- সাভারে নরেন্দ্র মোদি একটি অর্জুন গাছের চারা রোপন করেছেন। বাংলাদেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে চারাটি রোপন করা হয়েছে।
বিজ্ঞাপন
এরআগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। পরে ভারতের প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। দুপুর ১২টার দিকে তিনি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন।
এনএফ