ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
রাজধানীর ওয়ারী থানাধীন টিপু সুলতান রোডে ডিপিডিসির মাটি খুঁড়তে গিয়ে মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে রুহুল আমিন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
রুহুল আমিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা সহকর্মী বিল্লাল বলেন, আমরা ডিপিডিসির মাটি খোঁড়ার শ্রমিকের কাজ করি। আজ বিকেলের দিকে মাটি খুঁড়তে গিয়ে গর্তে পানি জমে গেলে আমার সহকর্মী রুহুল মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমানে যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় ভাড়া থাকতেন রুহুল আমিন। তার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার কাকুয়া গ্রামে। তিনি খোরশেদ মিয়ার ছেলে ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি