এ শহরের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে : আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এই শহরের দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আসুন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রতিজ্ঞা করি, যাতে আমরা একটি সুন্দর ঢাকা শহর উপহার দিতে পারি।
শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গুলশানের নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনকালে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ আগ্রহ দিয়ে পালন করতে হবে। আপনারা অফিসে কখন আসলেন এবং কখন অফিস ত্যাগ করলেন তা মনিটরিং কর হবে। এজন্য বায়োমেট্রিক পদ্ধতির ব্যবস্থা থাকবে।
শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে আতিকুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কারণ এই দিনে আমরা লাল-সবুজের পতাকা পেয়েছি। খুব সহজে আমরা এ স্বাধীনতা পাইনি। এজন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। অনেক প্রাণ, অনেক আত্মত্যাগের বিনিময়ে এসেছে এ স্বাধীনতা।
বিজ্ঞাপন
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/এসকেডি