নিহত আওয়ামী লীগ নেতা মো. কায়সার/ ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২ জুন) রাতে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কায়সার ওই এলাকার ওমর আলীর ছেলে। তিনি খানখানাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ আলম নুর (৫৫) ও তার ছেলে মো. আকবর (৩৫) এবং মেজবাহ উদ্দিন (১৯) নামে তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাঁশখালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীর সঙ্গে কায়সারের জমি নিয়ে বিরোধ ছিল। শুক্রবার রাতে তার ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে। গুরুতর আহত অবস্থায় কায়সারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলে, ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধের কারণে কায়সারকে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ চমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/এসকেডি