ঢাকা জজ কোর্টে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।

সোমবার (৫ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন– বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, মুজাহিদুল ইসলাম সায়েম (৩৫), আনোয়ার হোসেন তারুণ্য (৩০), জহিরুল ইসলাম (৩৫) ও মোসাম্মৎ মুন্নি (৩০)।

জানতে চাইলে বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট দোলন ঢাকা পোস্টকে বলেন, আজ তারেক রহমানের একটি মামলার শুনানি ছিল। বিচারক শুনানির দিন আবার পিছিয়ে দেন। আমরা বিকেল ৩টার দিকে (বিএনপিপন্থিরা) বারবার শুনানির দিন পিছিয়ে দেওয়ার প্রতিবাদে স্লোগান দিতে থাকি। পরে আওয়ামীপন্থি আইনজীবীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত সাত জন আইনজীবী আহত হন। এদের মধ্যে পাঁচ জনকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ঢাকার নিম্ন আদালতে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপিপন্থি নারীসহ পাঁচ আইনজীবী আহত হন। তাদের হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসএএ/এসএসএইচ/