নারায়ণগঞ্জের রূপগঞ্জ শীতলক্ষ্যা নদীতে তেল ট্যাংকারে বিস্ফোরণে দগ্ধ তাজুল ইসলাম (২০) মারা গেছেন। মঙ্গলবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি ঢাকা পোস্টকে বলেন, শীতলক্ষ্যায় তেল ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ তাজুল ইসলাম নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে মারা যান তিনি। তার শরীরের ৭৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

মৃতের বাবা গোলাম হোসেন বলেন, গত রোববার আমার ছেলে তেল ট্যাংকারে বিস্ফোরণে দগ্ধ হয়। এরপর তাকে শেখ হাসিনার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমাদের বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার কলাকান্দা গ্রামে।

এসএএ/এসকেডি