শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছিল। খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নাম হওয়ার কথা শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। তবে এ নামটি পরিবর্তন করা হয়েছে। নতুন নাম হচ্ছে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর'। 

মন্ত্রিসভার বৈঠকে এ সংশোধনী এনে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর আইন, ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তাব ছিল। সেটির নীতিগত অনুমোদন ছিল। সেটির নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। 

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে আইনের খসড়া বিস্তারিত উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত অনুমোদনের জন্য। বিস্তারিত আলোচনার পর এটি অনুমোদন হয়েছে। তবে একটি পরিবর্তন হয়েছে। সে পরিবর্তন হলো এটি এখন শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় নয়, এটির নাম হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর। এ নামে এটি আজকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শরীয়তপুর- এই নামে এই বিশ্ববিদ্যালয়ের আইনটি চূড়ান্ত হয়েছে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন 

বৈঠকে 'ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩' এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। 

তিনি বলেন, 'আরেকটি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে। সেটি হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন ২০২৩। এটি যে নামে উপস্থাপিত হয়েছিল ঠিক সেই নামেই অনুমোদিত হয়েছে।'

এসএইচআর/জেডএস