ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
রাজধানীর ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ ইসলাম (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১২ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে ঢামেকে নিয়ে আসা প্রতিবেশী সোহান বলেন, নাহিদ বামর জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজখানার ছাত্র। বিকেলে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পৌনে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নিহত নাহিদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরকাগরা গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ডেমরা থানাকে জানিয়েছি।
এসএএ/কেএ