রোববার (২৮ মার্চ) শ্রী শ্রী দোল পূর্ণিমা, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। এদিন শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা অনুষ্ঠিত হবে। এ বিবেচনায় ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।  

শনিবার (২৭ মার্চ) এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, দোল পূর্ণিমা বাঙালি হিন্দুদের বড় উৎসব। জনগণের বিশাল একাংশের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নিয়ে হরতাল প্রত্যাহার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে চলা বিক্ষোভে দেশের দুই স্থানে সংঘর্ষে নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় রোববার হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ ঘোষণা দেন।

এসআই/জেডএস