মুন্সিগঞ্জের সদর এলাকায় প্রবাসফেরত শ্যামল ব্যাপারীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী শাহাদাত বেপারীসহ জড়িত তিন জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২১ জুন) দিবাগত রাতে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে গত ১৩ জুন দিবাগত রাত ২টার দিকে শ্যামল বেপারী (৩৮) নামের ওই দেশ ফেরত প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্যামলী বেপারী মঙ্গলবার রাতে তার নিজ ঘরের শয়নকক্ষে একা ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেইউ/এমএ