শেরেবাংলায় গভীররাতে যুবকের হাতে নিরাপত্তা প্রহরী খুন
রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ে গভীররাতে বাসা থেকে বের হওয়া নিয়ে নিয়ে বাগবিতণ্ডার জেরে আজিম মিয়া (৬০) নামে এক সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক ইমাম হোসেন জানান, পশ্চিম আগারগাঁওয়ের ৫৯ নম্বর বাড়ির নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন আজিম মিয়া। রাতে বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া সাগর জোরপূর্বক বাড়ি থেকে বের হতে চায়। এতে নিরাপত্তাকর্মী আজিম মিয়া বাধা দিলে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাগর।
তিনি আরও জানান, এ ঘটনায় সাগরকে আটক করেছে পুলিশ। নিহত আজিম মিয়ার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ডুবুলিয়া গ্রামে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রূপু কর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। সিআইডির ক্রাইম সিনকেও খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে জানতে পেরেছি, বাড়িটির দ্বিতীয় তলায় একটি অফিসে পিয়ন হিসেবে কাজ করতো সাগর। রাত আনুমানিক আড়াইটার দিকে সে বাসা থেকে বের হতে চায়, তখন এ ঘটনা ঘটে। তবে ওই সিকিউরিটি গার্ডের সঙ্গে কি হয়েছিল সে বিষয়টি এখনো জানতে পারিনি। বাসার মালিক ঢাকা মেডিকেলে আছেন। এ ঘটনায় সাগর নামে এক যুবককে আটক করা হয়েছে।
এসএএ/এসএম