ঢাকার রূপনগরের একটি বাসার গৃহকর্মী তামান্না আক্তারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় গৃহশ্রমিক ফেডারেশন। একইসাথে গাজীপুরের শ্রমিক নেতা শহীদুল ইসলামের হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গৃহশ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনের নেতারা। 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহশ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা কমরেড আবুল হোসেন। তিনি বলেন, তামান্না নামের এক নারী গৃহকর্মীকে গত ২৩ জুন রূপনগরের একটি নয়তলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। এই গৃহকর্মী গত চার বছর যাবত রূপনগরের আরামবাগ এলাকায় একটি বাসায় কাজ করেছে। এই গৃহকর্মীকে প্রথমে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তারপরে তাকে নয় তালা ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে। এই গৃহকর্মী এখন ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। ডাক্তার বলেছে তার দুটি হাত ভেঙে গেছে, পাঁজরের বেশ কিছু হাড় ভেঙে গেছে এবং মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই ধরনের ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, আমাদের দেশের প্রায় ৩০ লাখ গৃহশ্রমিক কাজ করেন। যাদের হাতের স্পর্শ ছাড়া আমাদের নাগরিক জীবন, সমাজ, সংসার সবকিছুই প্রায় অচল। আজকে তারা কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরছে। এ দৃশ্য আমরা দেখতে চাই না। এ অবস্থার পরিত্রাণ চাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু আজকের লাখ লাখ গৃহশ্রমিকরা বিশেষ করে তরুণ নারী গৃহশ্রমিকরা কর্মক্ষেত্রে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। এমনকি অনেকে হত্যার ঘটনাও ঘটেছে। 

গৃহকর্মী তামান্নাকে হত্যাচেষ্টার বিচার দাবি জানিয়ে তিনি বলেন, গৃহকর্মী তামান্নাকে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই মামলা প্রত্যাহারের জন্য আসামিদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ বিষয়ে আজকে (২৬ জুন) রূপনগরের কর্মসূচি পালন করা হয়েছে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যরা ছিলেন। আমরা তাদের বলেছি, এই শ্রমিককে নয়তলা ভবন থেকে ফেলে দেওয়ার আগে নির্যাতন করা হয়েছে তা বোঝাই যায়। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা। এই ঘটনা অ্যাটেম্পট টু মার্ডারে বিচার হতে হবে। পুলিশ মামলা করলেও ঘটনার অভিযুক্তরা মামলা প্রত্যাহার করার জন্য প্রেশার দিচ্ছে। 

গাজীপুর শ্রমিক নেতা শহীদুল ইসলামের হত্যার ঘটনায় শাস্তির দাবি জানিয়ে আবুল হোসেন বলেন, গাজীপুরের একটি সোয়েটার কারখানায় শ্রমিকের মজুরি নিয়ে কথা বলায় মালিকপক্ষের লোকজন শ্রমিক নেতা শহীদুল ইসলামকে পিটিয়ে হত্যা করে। শহিদুল মালিকপক্ষের সঙ্গে কথা বলে যখন ফিরছিলেন তখন মালিকের গুণ্ডারা পিছন থেকে তাকে আক্রমণ করে। এ আক্রমণের ফলে সে মৃত্যুবরণ করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল আহমেদ রজনী, মহিলা বিষয়ক সম্পাদিকা শাবানা আক্তার, সংগঠনের সদস্য মো হানিফ প্রমুখ।

ওএফএ/এমএ