ঢাকা কেন্দ্রীয় কারাগারে মিজানুর রহমান (৪৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল সাড়ে আটটার দিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. শিহাব বলেন, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মিজানুর রহমান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কারাগারে তিনি কয়েদি (কয়েদি নং-৪২৮৬/এ) হিসেবে ছিলেন। তবে কী মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার বাবার নাম মৃত মফিজুর রহমান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

এসএএ/এসএম