ঈদকে কেন্দ্র করে সক্রিয় মলম পার্টি
রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. মোবারক খান ওরফে সাগর, মো. হাসান খান ও মো.রাসেল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬০ পিস চেতনা নাশক ট্যাবলেট, ৩টি মলমের কৌটা ও ৩টি মলমের টিউব জব্দ করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জুন) ডিবি উত্তরার বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.সাইফুল আলম মুজাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানার জিন্দাবাহার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা অজ্ঞান পার্টির সংঘবদ্ধ সক্রিয় সদস্য। তারা পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার বিভিন্ন এলাকার গরুর হাটে আসা ব্যাপারী ও ক্রেতাদের সঙ্গে মিশে যেত। এরপর টার্গেট করে অত্যন্ত সুকৌশলে তরল জাতীয় খাদ্যদ্রব্যের সাথে চেতনানাশক ওষুধ (নকটিন) ট্যাবলেট ও মলম ব্যবহার করে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে।
এমএসি/এসকেডি