ছবি : সংগৃহীত

ঈদুল আযহার পর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও জন-ভোগান্তি ও বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে মঙ্গলবার রাত ২টা থেকে আবারও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে এস. আলম গ্রুপের এসএস পাওয়ার প্ল্যান্ট।

চাহিদা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ৬১২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বুধবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৪ মে এসএস পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর ৮ জুন বিদ্যুৎ কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করা হয় এবং কমিশনিং কার্যক্রম শুরু করা হয়।

এ প্রসঙ্গে এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. ইবাদত হোসেন ভুঁইয়া বলেন, ঈদুল আজহার পর পাওয়ার প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও জাতীয় স্বার্থ ও সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা পরীক্ষামূলকভাবে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছি। আমাদের প্রত্যাশা পরিকল্পনা অনুযায়ী আগামী মাসেই উদ্বোধনের মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি দেশের মানুষকে পুরোদমে বিদ্যুৎ সেবা দেবে।

ওএফএ/এসকেডি