ঈদের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হওয়া কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) রাতে ডিএসসিসির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে ঈদের দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ রাত ৮টা ৪২ মিনিটে সর্বশেষ ৪২ নম্বর ওয়ার্ড হতে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো। ৭ ঘণ্টারও কম সময়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিনে প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করে ডিএসসিসি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানিয়েছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়। সর্বশেষ ৩৯ ওয়ার্ডে বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে প্রথম দিনের কোরবানির পশুর সব বর্জ্য অপসারণ করা হলো।

এমএসি/এসএসএইচ/