চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে বৈরী আবহাওয়ায় আংশিক ডুবে গেছে কনটেইনারবাহী জাহাজ পানগাঁও এক্সপ্রেস। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম সমুদ্র বন্দরের কর্মকর্তারা। 

বন্দর সচিব ওমর ফারুক ঢাকা পোস্টকে বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাচ্ছিল। পথে সন্দ্বীপ চ্যানেলে এটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে জাহাজটিকে উদ্ধারের জন্য বন্দরের শক্তিশালী টাগবোট, কোস্ট গার্ড এবং নৌবাহিনীর কর্মকর্তারা যোগ দিয়েছেন।

তিনি আরও বলেন, জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজে থাকা কয়েকটি কনটেইনার পানিতে ভেসে গেছে।

এমআর/এসকেডি