পূর্ব বিরোধের জের ধরে পুরান ঢাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে অনন্ত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছোট। সে স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণিতে পড়ালেখা করত। পরিবারের সঙ্গে স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায় থাকত।

পুলিশ জানায়, কয়েকদিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য মুন্না, আকাশ, জুনিয়র ফেরদৌস ও আলামিনের সঙ্গে ঝগড়া হয় নিহত অনন্ত ও আহত সাজুর। গতকাল রাতে পূর্ব ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষই একে অপরকে ছুরিকাঘাত করা শুরু করে।

এ সময় অনন্ত ও সাজু গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক অনন্তকে মৃত ঘোষণা করেন। আহত সাজু বর্তমানে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে থেকে অনন্ত খুন হয়। সাজুর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

এমএসি/এমএইচএস