আসন্ন সংসদ অধিবেশনে গণমাধ্যম ও সম্প্রচার আইন পাস হচ্ছে
আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে জাতীয় গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার নীতিমালা আইন পাস হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আইন দুটি পাস হলে সাংবাদিকদের অধিকার, হয়রানি, চাকরিচ্যুতির ঘটনা কমে আসবে বলে জানান তিনি।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ১ এপ্রিল সংসদ অধিবেশন বসছে। আমরা আশা করছি, চলতি অধিবেশনের মধ্যে এ দুটি আইন সংসদে পাস করতে পারব। সেজন্য তথ্য মন্ত্রণালয় সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখনই একটি গোষ্ঠী আবার অপতৎপরতা শুরু করেছে। এ অপতৎপরতা রুখে দিতে সাংবাদিককের বড় ভূমিকা রয়েছে। সবাইকে অপতৎপরতার বিরুদ্ধে এক জায়গায় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মৌলবাদিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে থামাতে হবে। তা না হলে দেশের উন্নয়ন শেষ হয়ে যাবে। দেশ আবারও পাকিস্তানে পরিণত হবে।
আশরাফ আলী খান খসরু বলেন, বাংলাদেশের যে উন্নয়ন এটা ধরে রাখতে হলে মৌলবাদিদের উত্থান ঠেকাতে হবে। করোনা মহামারির সময় বাংলাদেশ থেমে যায়নি। বিশ্বের সব দেশের কাছে বাংলাদেশ রোল মডেল। পাশাপাশি পাকিস্তান, ভারত থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রেই এগিয়ে।
বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল হাসান খানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নেতারা।
এনএম/জেডএস