চট্টগ্রাম নগরের বায়েজিদের গাউছুল আজম সিটিতে পবিত্র শবে বরাতের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মার্চ) জোহরের নামাজের পর গাউছুল আজম সিটির কাগতিয়া দরবারে হাজারও ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে দিন রাতব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জোহরের নামাজের পর খতমে কোরআন ও শবে বরাত শীর্ষক আলোচনা। আছরের নামাজের পর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, মাগরিবের পর মোরাকাবা, জিকিরে গাউছুল আজম মোর্শেদী এবং এশারের পর মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর তকরির মোবারক।

মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রা.) ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এফআর