রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় পারভিন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহতের পুত্রবধূ জেসমিন বলেন, আজ সকালে বাসা থেকে বাজার করার জন্য বের হয়েছিলেন আমার শাশুড়ি। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমরা ২৮৭/২ পূর্ব রামপুরা বউ বাজার এলাকায় ভাড়া থাকি। গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মৃত শহীদ মিয়ার স্ত্রী তিনি।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর অচেতন অবস্থায় ওই নারীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে।

এসএএ/এসকেডি