৮৮ শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষিণ সিটির বিশেষ চিরুনি অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবস্থিত ৮৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০টি স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
রোববার (১৬ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনায় বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের বলেন, আজকের অভিযানে এসব শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থান ও স্থাপনার আঙ্গিনা ও চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজন বোধে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব প্রতিষ্ঠান, স্থাপনা ও স্থানে লার্ভিসাইডিং এবং এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশগ্রহণ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
তিনি আরও বলেন, এ কার্যক্রমের অংশ হিসেবে আজ অঞ্চল-১ এ ৫টি, অঞ্চল-২ এ ১১টি, অঞ্চল-৩ এ ২৩টি, অঞ্চল-৪ এ ১৪টি, অঞ্চল-৫ এ ১৫টি, অঞ্চল-৬ এ ৩টি, অঞ্চল-৭ এ ৩টি, অঞ্চল-৮ এ ৪টি, অঞ্চল-৯ এ ৬টি এবং অঞ্চল-১০ এ ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, প্রয়োজন অনুযায়ী ব্লিচিং পাউডার ছিটানো এবং সবশেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কীটনাশক প্রয়োগ করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও আজ এলিফ্যান্ট রোড মেডিকেল স্টাফ কোয়ার্টার, গোলাপশাহ মাজার মসজিদ, নাজিরা বাজার মাতৃসদন, জামাল সরদার কমিউনিটি সেন্টারসহ মোট ২০টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এএসএস/এসকেডি