দুই পা অচল, স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না ৬৫ বছরের বৃদ্ধা জাহানারা বেগম। নিজের চলাফেরা নিজে করতে পারলেও প্রয়োজন পড়ে ক্রাচের। তাই প্রতিবেশীর সঙ্গে এসেছেন ভোটকেন্দ্রে। শারীরিক এমন অসুস্থতাকে উপেক্ষা করে মনের জোরেই ক্রাচে ভর দিয়ে এসে ভোট দিলেন তিনি।

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বনানী মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২ টা ১৫ মিনিটের দিকে এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে প্রবেশ করেন বৃদ্ধা জাহানারা। খুব কষ্টে ধীরে ধীরেই যেতে দেখা যায় ভোটকেন্দ্রের কক্ষের দিকে। এভাবেই ক্রাচে ভর দিয়ে তিনি তৃতীয় তলায় উঠে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। 

ভোট দিয়ে ফেরার পথে তার সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের এ প্রতিবেদকের। তিনি বলেন, ভালো আছি, ভোট দিতে পেরেছি। ভালোই লাগছে আনন্দের বিষয়, খুব ভালো লাগছে। আল্লাহ দিলে সে পাস করুক। আমরা দেশের নাগরিক ভোট না দিলে কী হয় বলুন।

ভোট দিতে আসতে কষ্ট হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ বাবা, একটু তো কষ্ট হয়েছেই। আমার তো এখানে (কোমরের) কোন হাড্ডি নাই, সব রড আর বাটি লাগানো। এই নিয়ে তৃতীয় তলায় উঠতে একটুতো কষ্ট হয়েছেই।

পছন্দের প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে কী চাওয়ার আছে, জানতে চাইলে জাহানারা বেগম জানান, দেশের নাগরিক হিসেবে আমাদের তো চাওয়া থাকতেই পারে, আমরা গরীব মানুষ, অচল মানুষ। যেন সচ্ছলভাবে থাকতে পারি, ডাল-ভাত খেয়ে বাঁচতে পারি।

এসআই রাজ/এমজে