শেখ হাসিনার উপহারের আম পেলেন বাহরাইনের বাদশাহ-প্রধানমন্ত্রী
বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খলিফার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধানের উপহারের আম মঙ্গলবার (১৮ জুলাই) বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
মানামার বাংলাদেশ মিশন জানায়, বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খলিফার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম রূপালী ও হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন। উপহারের আমগুলো বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার মাধ্যমে বাদশাহ এবং প্রধানমন্ত্রীর প্রাসাদে হস্তান্তর করা হয়।
এনআই/এমএ
বিজ্ঞাপন