যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর যাত্রাবাড়ী থানার সিফাত পাম্পের উল্টো পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনাস বলেন, নিহত হাসান একটি ওয়ার্কশপে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বিদ্যুতের গলি দিয়ে বাসায় ফিরছিলেন। সে সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, হাসান ছিনতাইয়ের শিকার নাকি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
জানা গেছে, মারা যাওয়া হাসান সায়েদাবাদ এলাকায় থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। তার বাবার নাম মুন্নাফ হাওলাদার।
এসএএ/জেডএস