রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো মানবভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। ভ্রূণটির বয়স মায়ের গর্ভে আনুমানিক ৫ মাস।

মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে ভ্রূণটি উদ্ধার করা হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, মঙ্গলবার সকালে দক্ষিণ বনশ্রী রাস্তার পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবভ্রূণ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর এসে মানবভ্রূণটির সুরতহাল করি। ভ্রূণটি দেখে হয় মায়ের গর্ভে তার বয়স ছিল আনুমানিক ৫ মাস। 

কে বা কারা ভ্রূণটি ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। ভ্রূণের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মো. ফরহাদ হোসেন।

এসএএ/এইচকে