ভাঙচুরের ঘটনায় হাটহাজারী ও পটিয়ায় আরও পাঁচ মামলা
চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়া থানা ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাঁচটি মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে হাটহাজারী ও পটিয়া থানায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে।
বুধবার (৩১ মার্চ) সকালে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার ঢাকা পোস্টকে বলেন, পটিয়া থানায় ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
বিজ্ঞাপন
এদিকে হাটহাজারী থানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও চারটি মামলা দায়ের করেছে। চট্টগ্রাম জেলা পুলিশের এক কর্মকর্তা মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, থানায় হামলার অভিযোগে করা একটি মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাকি মামলাগুলোয় আসামির সংখ্যা জানা যায়নি।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি অফিসে ভাঙচুর ও ভূমি কর্মকর্তার গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতাকে কেন্দ্র করে হেফাজতকর্মীরা হাটহাজারী থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এছাড়া একই দিন পটিয়া থানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহত হন চারজন।
কেএম/এসকেডি