জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধ‌ন

বিয়ে বাণিজ্যের মতো প্রতারণা বন্ধ করতে বিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন নামক একটি সংগঠন। স্ত্রী ডিভোর্স দিলে দেনমোহরের সমপরিমাণ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে বিয়ে ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়েছে। 

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধ‌ন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধ‌নে বক্তারা বলেন, বর্তমানে কাবিন বাণিজ্যের বলি হচ্ছে ৮০ শতাংশ বাঙালি পুরুষ। দেশে-বিদেশে অনেক পরিবার বিয়েতে বড় অংকের টাকার কাবিন করে। এরপর ৭ দিনের মাথায় মেয়ে তার পরিবারের কথায় তালাক দিয়ে কাবিনের টাকা দাবি করে। তাই স্ত্রী স্বেচ্ছায় তালাক দিলে যেন কাবিন দাবি না করতে পারে তার ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, কিছু অসাধু নারী বিয়ের নামে কাবিনের ব্যবসা করে নিরীহ পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিনা পুঁজিতে কাবিনের ব্যবসা করে পাঁচ বছরে কোটিপতি হয়েছে অনেক নারী। 

বিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাল করার দাবি জানিয়ে বক্তারা বলেন, এক শ্রেণির অসাধু নারী বিভিন্ন কৌশলে পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের নামে তারা ধন-সম্পদ ও জমিজমা হাতিয়ে নিচ্ছে। আবার একটি চক্র বিদেশে প্রতিষ্ঠিত করার কথা বলে সহজ-সরল বেকার যুবকদের বিদেশে নিয়ে দাসের মতো শারীরিক ও মানসিক হয়রানি করছে। আত্মমর্যাদা ও সামাজিক সম্মানের কারণে অনেক পুরুষ নারীদের এসব নির্যাতন মুখ বুজে সহ্য করছেন। 

বক্তারা বলেন, কিছু অসাধু নারী বিয়ের তথ্য গোপন করে কুমারী সেজে প্রতারণা করছে। তাই বিয়ে বাণিজ্য ও প্রতারণা বন্ধ করতে বিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতি ডিজিটাল কর‌তে হ‌বে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব মো. আয়তুল্লাহ, বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশনের আন্তর্জাতিক উপদেষ্টা জার্মান প্রবাসী প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া, মো. মহিউদ্দিন, মাসনুন হাবিব প্রমুখ।

এইচএন/এইচকে