২২তলা পর্যন্ত অগ্নিনির্বাপনে সক্ষম হবে ফায়ার সার্ভিস
ফায়ার সার্ভিস কর্মীদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফায়ার সার্ভিস এখন ২০তলা উঁচু ভবন পর্যন্ত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছে। এ সক্ষমতা আগামী বছর ২২তলা ভবন পর্যন্ত সম্প্রসারিত হবে।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের আট বিভাগে নবনির্মিত ২০ ফায়ার স্টেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
নতুন ২০ ফায়ার স্টেশন উদ্বোধনের মাধ্যমে বর্তমানে মোট স্টেশন সংখ্যা দাঁড়ালো ৪৫৬টিতে।
উদ্বোধন হওয়া স্টেশনগুলো পাবনায়, মানিকগঞ্জ, বগুড়ায়, চট্টগ্রাম, শরীয়তপুর, গোপালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় অবস্থিত।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দিয়েছিলেন যে প্রতি উপজেলায় যেন ১টি করে ফায়ার স্টেশন করা হয়। বর্তমান সরকার ফায়ার স্টেশনের সংখ্যা ২০৪টি থেকে বাড়িয়ে ৪৩৬টি তে উন্নীত করেছে। আজ চালু হওয়া ২০টি ফায়ার স্টেশনসহ মোট সংখ্যা হবে ৪৫৬। ২০২১ সাল নাগাদ আরও ১১১ নতুন ফায়ার স্টেশন চালু করা হবে।
মন্ত্রী বলেন, নতুন স্টেশনের পাশাপাশি ফায়ার সার্ভিসের জনবল সংখ্যা ৬ হাজার ১৭৫ জন থেকে ১৩ হাজার ১০০ জনে উন্নীত করা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি সংযোজনের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তা - কর্মচারীদের প্রশিক্ষিত করা হয়েছে।
এআর/এসএম