এডিসের লার্ভা পাওয়ায় ১১ মামলায় জরিমানা ৮ লাখ
মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১৩তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১১টি মামলায় মোট ৭ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২২ জুলাই) ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞাপন
এদিকে ৮ জুলাই থেকে শুরু হওয়া ডিএনসিসির মশক নিধন অভিযানে আজ শনিবার (২২ জুলাই) পর্যন্ত ১৩ দিনে মোট ১৬৮ মামলায় ১ কোটি ২৪ লাখ ২ হাজার ৫০০ টাকা আদায় করেছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, আজকের অভিযানে অঞ্চল-৫ এর আওতাধীন মোহাম্মদপুর ইকবাল রোড এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট ৫ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করা হয় ও সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এছাড়া অঞ্চল-০৪ এর আওতাধীন ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত দারুস সালাম এবং ১৪নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মিরপুর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৭৫টি ভবন, স্থাপনা, জলাশয়, রেস্টুরেন্ট ও দোকান পরিদর্শন করা হয়। চারটি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় চারটি মামলায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া লার্ভা ধ্বংস করা হয়েছে।
অঞ্চল-১০ এর আওতাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা সরণি এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করেন। অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল ১ ও ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করেন। একটি নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে লার্ভা উৎপন্ন হতে পরে এমন স্থানগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লিফলেট বিতরণ ও মাইকিং করে ডেঙ্গুর বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন করা হয়েছে।
এদিকে মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। টিমগুলো প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে বলে জানিয়েছেন ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন।
এএসএস/এসএসএইচ/