পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের চার বছর মেয়াদি সব ধরনের ডিপ্লোমা ও বিএসসি কোর্সে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনে নির্দিষ্ট কোনো অফিস-ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা ইন্টার্নশিপ করতে হয়। তবে অধিকাংশ সময়েই শিক্ষার্থীরা কোথায় এই ইন্টার্নশিপটি করবেন, এবিষয়ে দ্বিধায় ভোগেন। এসব শিক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের পাশাপাশি কোর্স শেষে আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে দেশের অন্যতম স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান বিডিকলিং আইটি লিমিটেড।

শনিবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিডিকলিং আইটি লিমিটেড।

এতে বলা হয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে বিডিকলিংয়ে কম্পিউটার টেকনোলজি বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স শুরু হচ্ছে। বিজনেস সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিজুয়াল অ্যান্ড ক্রিয়েটিভ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টসহ কম্পিউটার টেকনোলোজির নানা বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সুযোগ থাকছে। প্রতিটি বিষয়ের নির্ধারিত আসনে নামমাত্র মূল্যে শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।

এসব বিষয়ে বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মোহাম্মদ মনির হোসেন বলেন, দেশে বেকারত্বের বোঝা ক্রমেই ভারী হচ্ছে। ফলে তরুণদের মধ্যে বেকারত্ব নিয়ে হতাশা বাড়ছে। দক্ষতাহীন পড়াশোনায় সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরে ন্যূনতম বেতনেও চাকরির সুযোগ পাচ্ছে না তারা। অথচ তারা যদি প্রযুক্তিগত দক্ষতা নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে বের হতো, তাহলে শুধু নিজের ক্যারিয়ার নয়, বরং আইটিতে অন্যদের জন্যও তিনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এসব বিষয় মাথায় নিয়েই বিডিকলিং আইটি লিমিটেড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম নিয়ে এসেছে।

মনির হোসেন বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই বিডিকলিং মার্কেটিংয়ে দেশি-বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে বেশ সুনাম অর্জন করে নিয়েছে। বিডিকলিংয়ে কর্মরত একঝাঁক দক্ষ, মেধাবী ও উদ্যমী কর্মীদের নিরলস প্রচেষ্টায় ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোর্স সম্পর্কে বিডিকলিংয়ের স্কিলড ডেভলপমেন্ট প্রজেক্টের পরিচালক আমিরুল হক বলেন, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বিডিকলিংয়ের আলাদা একটি স্পেশাল ইন্টার্নশিপ প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা গতানুগতিক ট্রেনিং কোর্সের বাইরে শিক্ষার্থীদের স্পেশাল কেয়ারের মাধ্যমে আইটি সম্পর্কিত নানা বিষয়ে দক্ষ করে থাকি। অন্যান্য সময়ের মতো এবছরও আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে বেশ কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি। এরমধ্যে অন্যতম হলো- অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ, সফলভাবে কোর্স শেষে স্কলারশিপ, এমনকি প্রশিক্ষণ শেষে রয়েছে চাকরির সুযোগ।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী নামিদামি অনেক ট্রেনিং ইনস্টিটিউটে গিয়ে কোর্স করেন, যেগুলোতে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়াল জ্ঞান অর্জন করতে পারেন না, যার ফলে তারা কর্মক্ষেত্রে পিছিয়ে পরে। এই ক্ষেত্রে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের জন্য বিডিকলিং আইটি লিমিটেড ভিন্নধর্মী কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে অন্যতম হলো নির্দিষ্ট সময় ক্লাস করানোর পাশাপাশি অপারেশন টিমের সঙ্গে লাইভ প্রজেক্ট কাজ করে অভিজ্ঞতা অর্জনের সুযোগ। সেই সঙ্গে নির্দিষ্ট কোর্সের সময়কাল শেষ হওয়ার পর সেরাদের জন্য রয়েছে বিডিকলিং ইন্ডাস্ট্রিতেই চাকরির সুযোগ। সুতরাং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট হোক ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যালি।

টিআই/জেডএস