তরুণীকে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
পুরান ঢাকার সূত্রাপুরে শিপা (২১) নামে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে সৈকত সরকার সোহেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) রাতে সূত্রাপুর থানার ওসি মো. মইনুল হোসেন জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রতাপ দাস লেনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে খুনের আলামত পাওয়া গেছে। তদন্ত-পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে , নিহত শিপা শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে এইচএসসি প্রথম বর্ষে পড়াশোনা করতেন। তার প্রেমিক সোহেল উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। দুজন দুই ধর্মের, বিয়ে করতে পারবে না, পরিবারও মেনে নেবে না। এসব বিষয় নিয়ে আজ দুপুরের দিকে শিপা ও সোহেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল শিপার গলা টিপে অচেতন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এসে তাকে আটক ও শিপাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/এসকেডি
বিজ্ঞাপন