দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় কারাগারে বন্দিদের সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কারা অধিদফতর সময়সীমা কমিয়ে দেয়।

কারা সূত্র জানায়, আগামী ১ এপ্রিল থেকে এক জন কারাবন্দি তার পরিবারের এক জন সদস্যের সঙ্গে মাসে একবার দেখা করতে পারবেন।

কারা অধিদফতরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. মনিরুজ্জামান কারা অধিদফতরে একটি চিঠি দেন। চিঠিতে করোনার প্রাদুর্ভাব এড়াতে বন্দিদের প্রতি মাসে এক বার সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে এপ্রিলের প্রথম দিন থেকে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদফতরের বার্তা পাওয়ার পরপরই দেশের ৬৮ কারাগারে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের মার্চে করোনার সময় বন্দিদের সঙ্গে তার পরিবারের সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বন্দিদের মাসে দুদিন পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত বুধবার পর্যন্ত বলবৎ ছিল।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। সবমিলিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জনে। একদিনে মৃত্যুর হিসাবে গত সাত মাসে এটিই সর্বোচ্চ প্রাণহানি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৫৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১১ হাজার ২৯৫ জনে। এটিই করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল দুদিন আগে গত ২৯ মার্চ। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল পাঁচ হাজার ১৮১ জন।

এআর/এফআর