ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনা : আহত কাউন্টার ম্যানেজারের মৃত্যু
নারায়ণগঞ্জের সদর থানার চাষাড়া মোড়ে ফায়ার সার্ভিসের গাড়ির ধাক্কায় মো. আমজাদ হোসেন (৫২) নামে এক টিকিট কাউন্টার ম্যানেজারের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৫০ মিনিটের দিকে মারা যান তিনি।
বিজ্ঞাপন
আমজাদ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ছোট ভাই আমির হোসেন বলেন, আমার বড় ভাই আমজাদ হোসেন চাষাড়া মেইন রোডে মামুন নামে একটি যাত্রীবাহী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার ছিলেন। ঘটনার সময় তিনি মেইন রোডে হাঁটাহাঁটি করছিলেন। নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাচ্ছিল। এসময় ফায়ার সার্ভিসের গাড়ি চালক হার্ট অ্যাটাকে মারা গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িসহ পথচারীকে ধাক্কা দেয়। এতে আমার বড় ভাই আমজাদ হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এখানে ১০০নং ওয়ার্ডের ১৯নং বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমার ভাই।
তিনি জানান, আমজাদ হোসেন বর্তমানে চাষাড়া সুগন্ধা মসজিদ এলাকায় থাকতেন। তাদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
উল্লেখ্য, এর আগে একই ঘটনায় সিরাজুল ইসলাম (৪৪) নামে মিশুক গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেলে দুজনের মৃত্যু হয়েছে।
এসএএ/এসএসএইচ/