চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এলাকায় বঙ্গোপসাগরে গোসল করতে নেমে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন– আইআইইউসির দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের আলী আহসান মারুফ ও কোরআনিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের মো. এনায়েত উল্লাহ। তাদের মধ্যে মারুফের বাড়ি কুমিল্লা এবং মো. এনায়েত উল্লাহর বাড়ি কিশোরগঞ্জে। দুজনই উপজেলার ছোটকুমিরা গোল আহম্মদের পশ্চিমে এস এ চৌধুরী ইনস্টিটিউটের ছাত্রাবাসে থাকতেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে কয়েকজন শিক্ষার্থী সমুদ্র সৈকতে বেড়াতে যান। তাদের মধ্যে দুজন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনো পাটাতন ধরে আবার কখনো ছেড়ে দিয়ে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে দুজনই ভাটার টানে সাগরের দিকে চলে যান।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় দুই ছাত্র নিখোঁজের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসে। পরদিন ডুবুরি দলের তল্লাশি চালানোর কথা ছিল। কিন্তু তার আগে রাতে দুজনের মরদেহ ভেসে আসে। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এমআর/এসএসএইচ/