যাত্রাবাড়ী এলাকায় মোটরসাইকেল চালকদের মিছিল/ ছবি: ঢাকা পোস্ট

রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার প্রতিবাদে মিছিল করছেন মোটরসাইকেল চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিবহন কর্তৃপক্ষর (বিআরটিএ) নির্দেশনার প্রতিবাদে এ মিছিল করেন তারা। বিক্ষোভকারী বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক মিছিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রেসক্লাবের দিকে যাচ্ছেন।

মোটরসাইকেল চালক স্বপন হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় বাস-ট্রাক, সিএনজি, অটোরিকশা সবই চলছে। শুধু রাইড শেয়ারিং বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা রাইড শেয়ারিং করে জীবিকা নির্বাহ করি। রাইড শেয়ারিং না করতে পারলে আমাদের না খেয়ে থাকতে হবে। এ কারণে আমরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করছি।

সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে বিক্ষোভকারী মোটরসাইকেল চালকরা রাইড শেয়ারিং বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মিছিলের সামনে থাকা মোটরসাইকেল চালক মোহাম্মদ আলী বলেন, প্রতিবাদ মিছিল নিয়ে আমরা প্রেসক্লাবের সামনে যাব। সেখানে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালকরা একত্রিত হয়ে রাইড শেয়ারিং বন্ধের প্রতিবাদ করব।

সম্প্রতি করোনার সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা দেয় সরকার। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ আসন খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহের জন্য মোটরসাইকেলের রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশনা দেয় বিআরটিএ

বুধবার (৩১ মার্চ) বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

এর আগে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় বিআরটিএ।

এমএইচডি/এসএসএইচ