দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৭টি খালে ১২০০ পরিচ্ছন্নতাকর্মীর সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএসসিসির আওতাধীন কাজলা খাল, মৃধা বাড়ি খাল, মাতুয়াইল কবরস্থান খাল, শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে মোহাম্মদী ব্রিজ পর্যন্ত ও শ্যামপুর খালের ২৪ ফুট রাস্তার সম্মুখ প্রান্ত থেকে বটতলা পর্যন্ত, শাজাহানপুর ঝিল হতে বাসাবো কদমতলা শুকনগর খাল, মান্ডা খালের শুকনগর হতে শাপলা ব্রিজ হয়ে আমিন মোহাম্মদ ব্রিজ পর্যন্ত এবং স্টাফ কোয়ার্টার থেকে ডগাইর সাংবাদিক বাড়ি খালে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, আজ দক্ষিণ সিটির ১১৯৫ জন পরিচ্ছন্নতাকর্মী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত দক্ষিণ সিটির আওতাধীন মোট ৯টি খালে এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

দক্ষিণ সিটিতে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ স্থাপনাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কর্পোরেশনের ধানমন্ডি ১৬, দক্ষিণ বনশ্রী, মুগদা, নব লকুমার দত্ত রোড, কামরাঙ্গীরচরের তারা মসজিদ, আগামাসি লেন, নবাবপুর, বিবির বাগিচা, পশ্চিম নন্দীপাড়া, কদম আলী গলি, ঝিলপাড়, দক্ষিণ মান্ডা ও নড়াইবাগ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

আবু নাছের জানান, আজকের অভিযানে সর্বমোট ৫৪১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬ মামলায় সর্বমোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এএসএস/জেডএস