টিকা নিয়েও করোনায় আক্রান্ত ডিসি আহাদ
গত ৭ ফেব্রুয়ারি টিকা নেন মো. আবদুল আহাদ
টিকা নেওয়ার পরও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. আবদুল আহাদ। বর্তমানে তিনি রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১ এপ্রিল ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার (৩১ মার্চ) ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. আবদুল আহাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি হন। তারা শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনামুক্ত হয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিআইজি হাবিবুর রহমান করোনামুক্ত কি-না জানতে গতকাল (বুধবার) পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল এখনও আসেনি। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে।
বিজ্ঞাপন
এর আগে ডিআইজি হাবিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ মার্চ) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য, ডিসি মো. আবদুল আহাদ গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিয়েছিলেন।
এমএসি/এসকেডি