পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না শিক্ষার্থীর
ঢাকা কলেজের শিক্ষার্থী জুয়েল
পদ্মা সেতু দেখা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে জুবায়ের হোসেন জুয়েল নামে এক শিক্ষার্থীর। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মোহাম্মদ রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জুয়েল ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
রাসেল বলেন, জুয়েলসহ তার তিন বন্ধু মোটরসাইকেলে পদ্মা সেতু দেখতে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে।
বিজ্ঞাপন
আরএইচটি/এমএইচএস