জব্দ করা ট্রাক

সাভারের আমিনবাজারে পেঁয়াজবোঝাই ট্রাক থেকে ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে র‌্যাব-৪ এর একটি দল সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮০ গ্রাম হেরোইন জব্দ করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। আটক দুই মাদক ব্যবসায়ী হলেন- মো. নবাব (২৮) ও মো. নাহিদ ইসলাম(২৯)।

আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ট্রাকে পেঁয়াজ পরিবহনের আড়ালে হেরোইন আনা নেওয়া করতেন। পরবর্তীতে এসব মাদক রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এসকেডি